প্রিয়তমা
অনেক দিন হাঁটা হয়না
তোমাকে নিয়ে পদ্মার তীরে,
এক সময় হেঁটেছি
সকাল সন্ধ্যা সবসময়
কত সুন্দর দিন ছিল সেসব
চোখে কত স্বপ্ন।
সেই পদ্মা আর নেই
হারিয়েছে সব অনুভূতি
নদী মরে গেছে,
অনুভূতিও সব মরে গেছে
কিন্তু মন কেমন করে
আবার হাঁটতে চাই
হাঁটবে আমার সাথে?