একদিন আমি ঠিক চলে যাব
তোকে নিয়ে অনেক দূরে
সেখানে কেউ থাকবেনা
আমি তুই একা সারারাত জেগে
তারাদের সাথে কথা বলব ।


যাবি আমার সাথে তুই?
তোর সবকিছু ফেলে?
কথা দিচ্ছি তুই ঠকবিনা
শেষ পর্যন্ত সুখ পাবি
চিৎকার করে বলবি “আমি সুখী “