খুব প্রতিভাবান মানুষেরা
বোধহয় বেশীদিন বাঁচেনা
চলে যেতে হয় তাদের
কাজের মধ্যেই তারা বেচে থাকেন।
খুব প্রতিভাবান মানুষেরা
খুব খ্যাপাটে ধরণের হয়
জীবন হয় তাদের এলোমেলো
সমাজে বাস করেও হয় তারা দলছুট।
খুব প্রতিভাবান মানুষেরা
খুব সরল প্রকৃতির হয়
কিছুটা অস্বাভাবিকতা থাকে
মন তাদের খুব নরম হয়।