আল্লাহ্কে যে ভালবাসে
পৃথিবীতে সে কিছু চায়না,
দিনরাত তার চলে যায়
করে আল্লাহ্র ভাবনা।
আল্লাহ্কে ভালবাসলে তখন
সবকিছু সহজ হয়,
কোন দুশ্চিন্তা থাকেনা
মনে প্রশান্তি রয়।
আল্লাহ্কে ভালবেসে তাই
তোমার জীবন সাজাও,
চিরকাল সুখে থাকবে
থাকবেনা কোন ভয়।