আল্লাহ্র কথা আমার
মনে থাকে সবসময়,
হৃদয়ে গেঁথে নিয়েছি
তিনি আছেন আমার চিন্তায়।
তিনি শক্তিশালী সর্বপ্রশংসিত
আর মহা ক্ষমতাবান ,
ভুলব কিভাবে তাকে
আমি কি নাফরমান?
তিনি ছিলেন,আছেন,থাকবেন
নেই তার কোন ক্লান্তি,
দিনরাত তিনি আছেন
তার চিন্তাতেই শুধু শান্তি ।