ইয়াজিদের মত নিষ্ঠুর পাকসেনা
ছিলনা কোন মন,
হত্যা করল লাখ লাখ মানুষ
তারা মানবতার দুশমন ।
দানবের মত অত্যাচারে
ধ্বংস করল দেশ ,
অভিশাপ দেই তাদের
যারা পুড়িয়ে করল শেষ ।
রক্তলোভী ঘৃণ্য তারা
ইয়াজিদের মত পাষাণ ,
নারী শিশু হত্যা করল
তারা সভ্যতার দুশমন ।