তাদের জীবন দুঃখের
কত কষ্ট বারবার প্রচারের,
দিন যায় শুধু চিন্তায়
সুখ হয়না একটু তাদের।
সামান্য কিছু টাকার জন্য
অসম্ভব কষ্ট করতে হয়,
অনেকেই শোনে তাদের কথা
কেনার শ্রোতা কম পাওয়া যায় ।
বেঁচে থাকার জন্য
অবিরত চলে সংগ্রাম ,
সামান্য কিছু টাকা আর
নিয়ে ফেরে বহু অপমান।