পদ্মার পাড়ে
আজো মেলা বসে
আজো যুবকেরা বসে থাকে
প্রেমের কথা হয়।
পদ্মার পাড়ে
বসে থাকে মানুষ
আজো স্বপ্ন দেখে
বয়ে চলে নদী ।
পদ্মার পাড়ে
চলে কত খেলা
কত দোকান বাণিজ্য
গড়ে উঠে আবাস।
পদ্মার পাড়ে
বসে স্মৃতিকাতর হই
বারবার মনে পড়ে
আমার শৈশবের পদ্মা।