ফেলে আসা শৈশব
আমাকে কাঁদায় প্রতিদিন
ভুলতে পারিনা আমি
স্মৃতিকাতর আমি প্রতিদিন।
পদ্মা পাড়ের সেসব স্মৃতি
মনে পড়ে সবসময়,
বুক চিনচিন করে আমার
কত সুন্দর ছিল সেসময়।
ভাবি ভোর আর সন্ধ্যার কথা
কত স্বপ্নময় ছিল সেদিন,
বারবার মনে পড়ে আমার
সুখ খুজি আমি নিশিদিন।