ভালবাসা দিবসে দেখি
ভালবাসা নেই,
আছে শুধু অভিনয়
কাম আছে,প্রেম নেই।

এক অসুস্থ প্রেম
আর অনেক মেকি লাভ,
প্রাণের স্পন্দন নেই
বাড়ছে কামের উত্তাপ।