দুনিয়াতে তুমি ডুবে আছ
বিলাসিতা আর আরামে,
পরকালে তুমি কষ্ট পাবে
চলে যাবে সোজা জাহান্নামে।
দুনিয়ার এই ধন দৌলতের
আসলে নেই কোন দাম,
সুখি হবেনা তুমি কভু
যদি পেয়ে যাও আসমান।
মুসলিম হবে নির্লোভ সৎ
সঞ্চয় করবে পরকালের,
শান-শওকত সাথে যায়না
বুঝতে হবে আমাদের সকলের।