ভুল করে আমি
তোমাকে চেয়েছিলাম
অনেক বড় কি ভুল করেছিলাম?
আমি ত মানুষ
তুমিও ত মানুষ
ভিনগ্রহের কোন প্রাণী তো নও ।


তবে কেন এমন আচরণ করলে?
অবজ্ঞা করলে
অপমান করলে
ভাল না বাস কষ্ট নেই
কিন্তু মানুষ হয়ে মানুষকে
ভালবাসতে চাওয়া অপরাধ?