সেদিনের সেই আমি
আজ বয়স বেড়ে গেছে ,
স্বপ্নভরা সেসব দিন
অনেক কিছুই মুছে গেছে।

সেইসব পাখি আর ফুল
সবকিছুই আজ অসহ্য লাগে,
রোবট মানুষ আমি
ডুবে  থাকি অনেক কাজে।

মনের কোমলতা কমে গেছে
হয়ে গেছি যান্ত্রিক নির্দয়,
শৈশবের সোনাঝরা সন্ধ্যা
আজও আমাকে কাঁদায় ।