আমাদের ইতিহাস
রক্তমাখা সংগ্রামের ইতিহাস,
লক্ষ প্রাণের বিনিময়ে
এনেছি আমাদের স্বাধীনতা ।
আমাদের ইতিহাস
মানুষকে ভালবাসার ইতিহাস
কিন্তু শত্রুর মোকাবিলায়
আমরা ভয় পাইনা।
আমাদের ইতিহাস
অনেক সমৃদ্ধির ইতিহাস,
বহু লুণ্ঠন ও অবিচারের ইতিহাস
নতুন সৃষ্টির ইতিহাস।