মাটির উপর বসে তিনি
করলেন পৃথিবী শাসন ,
তাঁর ভয়ে পাপীরা কাঁপত
গরীব ছিল তাঁর আপন ।
নিজের ছেলের বিচার করেছেন
ভালবেসেছিলেন সবাইকে,
দূর করেছিলেন সব অনাচার
এমন নেতা আছে আর কে?
রাতের বেলায় খোঁজ নিতেন
রাজ্যের সকল মানুষের ,
তাঁর কথা স্মরণ করি
তিনি প্রিয় খলিফা হযরত উমর।