বিশ্ববিদ্যালয় এখন হয়েছে
সন্ত্রাসীদের আখড়া,
প্রায়ই মারামারি হয়
নিয়ে চাঁদার বখরা ।
হলে আর বই নেই
আছে শুধু মদের বোতল,
সামান্য একটু কারনেই
লেগে যাচ্ছে গণ্ডগোল ।
গবেষণা হয়না আর
হয় শুধু রাজনীতি ,
টেন্ডার আর নিয়োগে
হয় শুধু দুর্নীতি ।
ভালমানুষ লুকিয়ে থাকে
ধুরন্ধররা সচল,
ভালছাত্ররা বিশ্ববিদ্যালয়ে
আজ যেন অচল।