একটু একটু করে
এখন তুমি আমার,
কাছে পেয়েছি তোমায়
চাইনা হারাতে আর।


তুমিই আমার দিন
আবার তুমিই রাত,
এটাই আমার নিয়তি
করোনা আমায় আঘাত।

এভাবেই চলতে চাই
বাকি কটা দিন,
আমি আর তুমি মিলে
করি স্বপ্ন রঙিন ।