একা একটি মেয়ের
কত বিপদ হয়,
অনেক কিছু অত্যাচার
মুখ বুজে সইতে হয়।


সবাই হামলে পড়ে
নষ্ট করতে চায়,
সাহায্যের নাম করে কেউ
হঠাৎ ভাই হয়ে যায় ।

সেই ভাইয়ের হাতেই
হয় একদিন সর্বনাশ ,
কাঁদতে কাঁদতে মেয়ের
চলে যায় বারোমাস ।