সমুদ্রের অসীম নোনা জল
আর অতি সুউচ্চ পাহাড় ,
ভাবলে অবাক হতে হয়
কত মহা শক্তি আল্লাহ্র ।
চন্দ্র আর নক্ষত্ররাজির রূপ
যেদিকেই তাকাই মুগ্ধ হই,
বন আর সবুজে ঘেরা প্রকৃতি
কত জানা অজানা পাখির হৈ চৈ।
মহান স্রষ্টার অপূর্ব সৃষ্টি
কত নিখুঁত সারা দুনিয়া,
অবাক হয়ে ভাবতে হয়
ভেবে পাইনা কূল কিনারা।