টোকাইরা বেশ অসহায়
দেখার কেউ নেই,
অবহেলায় সারাটি জীবন
পার তারা করে দেয়।
এদিক সেদিক যায় তারা
একটু খাবার আশায় ,
কেউ দেয়না তাদের আহার
কেঁদে তারা বুক ভাসায়।
সবাই টোকাইদের নিয়ে হাসে
নেই তাদের আশ্রয় ,
কষ্ট পেতে পেতে তারা
জীবনের মানে ভুলে যায় ।
এভাবেই বঞ্চিত হতে হতে
শেষ হয় টোকাইদের জীবন,
মরে তারা বেঁচে যায়
সুখে থাকে তারা তখন।