গন্তব্যহীন পথের যাত্রী মোরা
নেই কোথাও আলো ,
সামনে গভীর অমাবস্যা
ভবিষ্যৎ মোদের কালো।
সবাই হুজুগে মেতেছে
ভবিষ্যতের নেই চিন্তা,
আমি একা ভাবি বসে
মনে রাজ্যের দুশ্চিন্তা ।
সুন্দরভাবে বাঁচতে হলে
ঐক্যবদ্ধ হতেই হবে,
সুখে তবে থাকবে সবে
বাংলাদেশ তখন এগিয়ে যাবে।