তুমি প্রতিদিন এসে
দেখা দিয়ে যাও ,
ভয় লাগে আমার
তুমি সাহস দাও।

অনেক সাহসী তুমি
আমার অনেক ভয়,
তোমার সংস্পর্শে আমি
ভয়কে করব জয়।

তুমি কাছে এলে
ভয় আর থাকেনা,
তুমি চলে গেলেই
সাহস আর আসেনা।


চলে এস প্রিয়তমা।।