স্রষ্টার সৃষ্টি দেখলে
বিস্ময়ে বিহবল হতে হয়,
এতটুকু খুঁত নেই কোথাও
বিশাল বড় এই দুনিয়ায়।
তিনি শুধু বলেন হও
আর নিমিষেই তা হয়,
অসীম ক্ষমতা স্রষ্টার
নেই কোন তার ক্ষয় ।
স্রষ্টার নেই কোন বিশ্রাম
তিনি মহাপরিকল্পনাকারী,
সবকিছু তার নিয়ন্ত্রণে
আছে সর্বত্র নজরদারি ।