বাসা বদলের পর
নতুন জায়গায় এসে
তোমাকে দেখলাম রাস্তায়,
মনে বসন্ত এল
হৃদয়ে দোলা দিলো
ভাবি তোমাকে নিরালায়।


বাসার পাশেই বস্তি
অনতিদূরে ডাস্টবিন
কিছু দূরে তুমি,
সব মন্দ ফেলে
মনে দ্বীপ জেলে
অনেক খুশি আমি।


তুমি থাকলে আমার
সব লাগবে ভাল
কাটবে সুখে দিন,
সব জঞ্জাল ফেলে
সময় এগিয়ে যাবে
জীবন হবে রঙিন ।