বেঁচে থাকার জন্য কুঁড়েঘর প্রয়োজন
দরকার নেই কোন বড় প্রাসাদ,
চলে গেলে সব থেকে যাবে দুনিয়ায়
থেকে যাবে তোমার বড় বড় সাধ।
পরকাল ছেড়ে তাও ইহকাল তুমি চাও
সবসময় ধোঁকা খাও তুমি শয়তানের ,
আর কয়েকদিন পরেই বুঝবে মজা
করার থাকবেনা তখন কিছুই তোমার ।
ভাল কাজ করলে পুরষ্কার দু’কালেই
সুখে তুমি নিশ্চিত যেন থাকবে ভাই,
মন্দ কাজ করলে কষ্ট তোমার দু’কালেই
একথা তুমি নিশ্চিত জেনে রেখ ভাই ।