আবেগ উপেক্ষা করে
কাজ করে যাচ্ছি
ক্লান্তি নেই বিরামহীন ,
প্রিয়তমা কাছে নেই
ছেড়ে চলে গেছে
সুখে আছে নিশিদিন।
আবেগ মরে গেছে
মন ভাল নেই
বুকের ভেতর হাহাকার,
কাজ আর ঘুম
এভাবেই দিন যায়
হৃদয় আজ বেদনার ।
ভাল লাগেনা আমার
কেউ নেই কাছে
হৃদয় কেমন করে,
চলে যায় দিন
মনে বাজেনা বীণ
চলে যাব সব ছেড়ে।