অনেক কথাই বলতে চাই
বলতে আমি পারিনা,
শৃঙ্খলে বাঁধা আমি
পৃথিবী এখন জেলখানা।


সত্য বলাতেই বিপদ
মিথ্যার এখন জয়,
মনে ভয় জাগে আমার
কখন কি হয়।

এভাবেই বেঁচে আছি
ঠিক শেয়ালের মত,
মনে আক্ষেপ শুধু
ভাবি বসে আর কত।