চারিদিকে আজ বিভীষিকা
শুধুই চলছে নির্যাতন ,
বেঁচে থাকাই আজ কঠিন
শেষ হয়েছে সব সংগ্রাম ।
সাহস সব মরে গেছে
হয়ে গেছি ভীরু কাপুরুষ,
সত্য বলাও এখন
মহা বড় এক দোষ ।
সংগ্রামী তরুণরা আজ
ডুবে আছে নীল নেশায়,
অশান্তির দাবানলে সবাই
আজ দুঃখের গান গায় ।