মানুষ জানে
তাকে চলে যেতে হয়
এক অজানায়
তবুও ঘর বানায়।


মানুষ জানে
বেঁচে থাকা অল্প সময়
তবু বাঁচতে চায়
নেই মৃত্যুর ভয়।


মানুষ জানে
নিঃশ্বাসের বিশ্বাস নেই
তবু থাকে আশায়
থাকতে চায় ধরায়।