ঘুণে ধরা সমাজ
চারিদিকে খালি পাপ,
শয়তানি ভরা মন
নেই কোন অনুতাপ।


পাপী এখন শ্রেষ্ঠ
নেই কোথাও আলো,
মাঝে মাঝে মনে হয়
অন্ধ হওয়াও ছিল ভাল।

আমি চাই শুধু
থাকবে মুক্ত আলো,
দূর হোক অন্ধকার
দূর হোক সব কালো ।