প্রতিনিয়ত পাপ করছি
বড্ড ভয় হয়,
ক্ষমা কর প্রভু
জানি করবে নিশ্চয় ।


শয়তানের ফাঁদে পড়ে
খাচ্ছি নিয়ত ধোঁকা ,
শয়তান হাসছে খুব
বানাতে পেরে বোকা ।


অনুশোচনা হয় খুব
তাও করি পাপ,
জানিনা প্রিয় খোদা
করবে নাকি মাফ।