অনেকবার ভেবেছি
সব ছেড়ে যাব
পারিনা আমি যেতে
তাই থেকে যাই ।


এই সুন্দর পৃথিবী
আরও সুন্দর বেঁচে থাকা
কষ্ট থাকলেও তাই
বেঁচে থাকতে চাই।

মায়ার এই পৃথিবী
কি সুন্দর এই টিকে থাকা
এই সংসার এই জগত
সবাইকে বেঁধে রাখে।