ভালবাসার স্মৃতি আমার
পিছু ছাড়েনা
অনেক ভেবেছি আমি
সব ভুলে যাব
ভুলতে আমি পারিনা।
তোমাকে ভালবেসেছিলাম
অনেক বেশী আমি
পাওয়া হলনা তোমায়
আর্তনাদ করে কেঁদেছি
তোমার বিদায় বেলায়।
আজও ভাবি তোমায়
একা একা নিরালায়
কোথায় হারিয়ে গেছ
ভাল থেক তুমি
তোমার স্মৃতি নিয়েই বেঁচে থাকব।