মনকে বলি
মন বোঝে না
কেন এত অবুঝ মন।
মন মানেনা।


জানি আমারি হবে
তাও এত সংশয়
মনে ভয় লাগে
অন্তরে আতংক জাগে।

মনকে আবার বলি
একটু শান্ত হও
ভয় করোনা আর
হবে সে  আমার।