এত কিছু দেখেও
তুমি চুপ কেন কবি?
প্রতিবাদ কর
সামনে এস এগিয়ে।


এখন মহাসংকট কাল
সামনে ঘোর অমাবস্যা
তুমি যদি বসে থাক
কিভাবে আসবে সোনালি দিন।


অন্যায় দেখে দেখে
চুপ থাকাও অন্যায়
সেটা জেনেও তুমি
চুপ করে থাক।

সামনে এগিয়ে এস কবি।