অন্যায় করে করে
তুমি এখন পাষাণ ,
পাপ করে করে তাই
মরে গেছে তোমার মন।


ভাল মানুষের ক্ষতি করে
তুমি আনন্দ পাও,
হারাম উপার্জন করে
তুমি রোজ বাড়ি যাও ।


একদিন পরবে ধরা
তখন বুঝবে মজা,
খোদা অতি  ক্ষমতাবান
কঠিন তার সাজা।