স্বপ্ন মরে গেছে
বেঁচে আছি কোনভাবে,
জীবন চলে যাচ্ছে
জীবনের নিয়মে ।

আমি স্বপ্নহারা এক
ভীষণ ক্লান্ত পথিক,
আলো নেই সামনে
শুধুই গভীর অমাবস্যা ।

কেন এমন হয়?
কারো কারো জীবনে ,
শুধুই কষ্ট পাওয়া
ক্ষুদ্র এ জীবনে ।