চলে যেতে হয়
এই পৃথিবী ছেড়ে
মায়ার এই পৃথিবী
ক্ষণিকের এই পৃথিবী ।


মানুষ বেঁচে থাকতে চায়
কে মরতে চায় এই ভুবনে
কিন্তু চলে যেতে হয়
সবাই চলে যায় ।

এটাই শেষ কথা।