ইসলাম পারে দিতে
হিংস্রতা থেকে মুক্তি,
আর কেউ পারবেনা
তুমি যতই দেখাও যুক্তি।


সব সমস্যার সমাধান
পাবে তুমি ইসলামে ,
মানব রচিত সব বই
নিয়ে যাবে রসাতলে ।

শান্তি যদি চাও তুমি
ফিরে এসো ইসলামে,
সুখে থাকবে তুমি
ভয় রবেনা তোমার মনে।