আমি ভালবাসি তোমায়
হে মহান স্রষ্টা
কিন্তু আমি তো পাপী
তাই আশ্রয় চাই তোমার
তুমি ছাড়া কে আছে আমার?


তোমার প্রশ্রয়েই তো বেঁচে
আছি আমি সহ সবাই ,
তাও অকৃতজ্ঞ অধম আমরা
নাফরমানি করি তোমার
আমাদের সুমতি দাও ।