আমি ভাবতেই পারিনা
তুমি নেই
চলে গেছো দূরে
অনেক দূরে
ঐ সুদূরে
আমাকে একা ফেলে।


ভাল আছো তুমি
তা আমি জানি
সাজানো সংসার
নেই কোন অভাব
এমন তো ছিলনা কথা
নিঃস্ব এই আমি।

এই জীবনে
আর তো পাবোনা
ক্ষমা করো আমায়
অনেক কষ্ট দিয়েছি
ভুলে যেও আমাকে
আর ভালো থেকো ।