আজ এক
চমৎকার জিনিস দেখলাম
মাতৃস্নেহ যে কি
তা যেন আজ
হাড়ে হাড়ে টের পেলাম ।


শ্বাসবন্ধ গরমে
এক দুখিনী মা
তার শরীরের ছায়া দিয়ে
তার কংকালসার সন্তান কে
শান্তি দিয়ে চলেছে ।