খুব খারাপ লাগে
যখন পাপীর নগ্ননৃত্য দেখি।
খুব খারাপ লাগে
যখন দেখি মানবতার অপমান।
খুব খারাপ লাগে
যখন দেখি ধরম নিয়ে বাড়াবাড়ি ।
খুব খারাপ লাগে
যখন দেখি মিথ্যা প্রতারণা ।
খুব খারাপ লাগে
যখন দেখি পাপ আর পাপ।
খুব খারাপ লাগে
যখন দেখি হায়েনার উল্লাস নৃত্য ।
খুব খারাপ লাগে
এসব বিষয়ে কবিতা লিখতে ।