আর কত
ভণ্ডামি দেখতে হবে?
সবচেয়ে খারাপ মানুষ আজ দেশপ্রেমিক সেজেছে।
মুখের বুলি আর চামচামি আজ
দেশপ্রেমের মানদণ্ড হয়েছে ।
যুদ্ধ তারা দেখেনি
তারা তা লালনও করেনা মনে
তারাই ক্ষতি করছে দেশের বেশি
সবার চোখে ধূলি দিয়ে
তারা দিব্যি টিকে থাকছে।
আর ভাল লাগেনা এসব
প্রকৃত দেশপ্রেমিক আজ অসহায়
নেই তাঁদের আশ্রয় ।
কষ্ট পেতে পেতে তাঁরা আজ
সব অন্যায় মেনে নিয়েছে