জনপ্রশাসনে কি হচ্ছে ?
চলছে এক তুঘলকি ব্যাপার
নেই কোন শৃঙ্খলা
যেন এক নৈরাজ্যের মেলা ।
অসততা আর চাটুকারিতা
দেখা যাচ্ছে নিয়ম করে,
এমন যদি হয় তবে
দেশ টিকবে কেমন করে ।
জনগণ হতাশ হয়ে
ভাবছে , কি হচ্ছে এসব?
কোন সমাধান নেই
এভাবেই যেন চলবে সব ।