আমি ভালবাসতে চাই
নেবে আমার ভালবাসা?
কত ভালবাসা রাখা
তোমাদের জন্য রাখা
তোমরা কি তা জান?

ভালবাসাই মানুষকে
বাঁচিয়ে রাখে
এই ভালবাসাই মানুষ
পেতে চায়
কেউ পায়, কেউ পায়না।

আমি দেব ভালবাসা
নেবে??