রাত গভীর হয়
আমি একা বসে থাকি,
দূরে শুনতে পাই হুইসেল
মনে হয় অনেক দূর থেকে
ভেসে আসছে প্রাণের স্পন্দন।


ট্রেন আসে ট্রেন যায়
এই হুইসেল শুনে
আমি জেগে থাকি
আর প্রতীক্ষা করি
নতুন ট্রেনের হুইসেলের ।