পদ্মা নদীর তীরে
বসে কাটিয়েছি বহু সময়
কিভাবে যেন পার হয়ে গেছে
ভাল খারাপ কত সময়।
নদীর জল বয়ে গেছে
চলে গেছে অনেক দূরে
কত পাড় বিলীন হয়েছে
কত পাড় গেছে সরে।
তবুও এই নদীর জল
তৃষ্ণা মেটায় আমার প্রাণের ,
দুচোখ মেলে আমি দেখেছি
অপরূপ রূপ এই পদ্মার।