সবুজ দ্বীপের ছায়া ঝরে যাবে
কুয়াশার মতো একদিন ,
দূর আকাশের তুলোর মেঘ
অভিমানে সব হবে বিলীন ।
ঘন বনের শীতল ছায়ার নিচে
চোখ হয়ে যাবে ভিজে,
তখন ঠিক ঐ দূর নীলিমা
সাজবে অপরূপ সাজে।
হেমন্তের হিম ঘাস থেকে যাবে
এই সুন্দর ধরণীতে ,
একা তুমি কাঁদবে তখন
থাকবেনা কেউ আর তোমার সাথে।