অভিমান ভরা ছোট ছোট চোখ
তাকিয়ে থাকে নীল আকাশে,
বাবা মা তাদের আজ
হারিয়ে গেছে তারাদের দেশে।
বুক ফেটে কখন কান্না আসে
আর আসে অভিমান,
দানবেরা হাসছে পিশাচের হাসি
নেই তাদের কোন মন।
কেউ নেই তাদের পাশে
দিনরাত কেবল কাঁদছে ,
শান্তির ধ্বজাধারীরা আজ
শুধুই অট্টহাসি হাসছে।